বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শাহজালালে থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের খোঁড়াখুঁড়ির সময় বেরিয়ে এলো ২৫০ কেজি ওজনের সিলিন্ডার আকৃতির বিশাল একটি বোমাসদৃশ বস্তু। এটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞরা। গতকাল সকালে তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ করতে গেলে বস্তুটির সন্ধান মেলে। বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, পাইলিংয়ের সময় ১৫ ফুট মাটির নিচে থেকে প্রায় ২৫০ কেজি ওজনের বোমাটি উঠে আসে। বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে দুপুরের মধ্যে এটি নিষ্ক্রিয় করে। এটি পরীক্ষা করে দেখতে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তাদের ময়মনসিংহের রসুলপুর ঘাঁটির ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।  এর আগে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী জানান, ধারণা করা হচ্ছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সেল ব্যবহার করা হয়েছিল, এটি সেই সেলগুলোর একটি। আইএসপিআর জানায়, গতকাল সকাল ৯টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর