বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযুদ্ধে বিশ্বস্বীকৃতি যেভাবে এলো

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে বিশ্বস্বীকৃতি যেভাবে এলো

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিজয়ের এ পথ পরিক্রমা একদিকে যেমন রক্তাক্ত ছিল, তেমনি বিশ্ব মানচিত্রে আলাদা একটা অবস্থান তৈরিও সহজ ছিল না। এর পরও অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। আবার বিজয়ের পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কিংবা পাকিস্তানের পক্ষের অনেক দেশও পরিস্থিতির কারণে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস ডিসেম্বর। স্বাধীনতার স্বপ্নে বিভোর মুক্তিযোদ্ধারা বুঝতে পারছিলেন বিজয় সন্নিকটে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে দুই বন্ধুপ্রতিম দেশ ভারত ও ভুটান স্বীকৃতি দেয়। পাকিস্তানি হায়েনাদের মনোবল এ সময়ে তলানিতে ঠেকে। এটা পাকিস্তানিদের জন্য অনেকটা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়। ভারতের স্থানীয় সময় বেলা ১১টায় ‘অল ইন্ডিয়া রেডিও’তে ঘোষণা করা হয়- বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। তবে ইতিহাস বলে ভারতের কয়েক ঘণ্টা আগে তারবার্তার মাধ্যমে ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব উত্থাপন করে ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ বিদ্রোহ এবং সেই সংগ্রামের সাফল্য এটা ক্রমান্বয়ে স্পষ্ট করে তুলেছে যে, তথাকথিত মাতৃরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মানুষকে স্বীয় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সম্পূর্ণ অসমর্থ। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশাল বাধার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এক নতুন অধ্যায় রচনা করেছে। সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বক্তব্য শেষ না হতেই ভারতের সংসদ সদস্যরা হর্ষধ্বনি আর ‘জয় বাংলাদেশ’ ধ্বনিতে ফেটে পড়েন। এরপর একে একে মেলে বিশ্ব স্বীকৃতি। পূর্ব জামানি, মঙ্গোলিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১১ জানুয়ারি, পোল্যান্ড স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি, বুলগেরিয়া স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি, মিয়ানমার স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১৩ জানুয়ারি, নেপাল ১৬ জানুয়ারি, বার্বাডোস ২০ জানুয়ারি।  যুগোশ্লাভিয়া (সার্বিয়া) বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ২২ জানুয়ারি, টোঙ্গা ২৪ জানুয়ারি, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ২৪ জানুয়ারি, অস্ট্রেলিয়া ৩১ জানুয়ারি, নিউজিল্যান্ড ৩১ জানুয়ারি, ব্রিটেন ৪ ফেব্রুয়ারি, জাপান ১০ ফেব্রুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ এপ্রিল। এভাবে বিশ্বের দেশগুলো একে একে স্বীকৃতি দিতে থাকে বাংলাদেশকে। 

ভারতের পর আমাদের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় মিত্রশক্তি হিসেবে আবির্ভূত হয় সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে তার প্রতিপক্ষ আমেরিকা ও চীনকে হীনবল করা সম্ভব হবে। সোভিয়েত ইউনিয়ন ভারতকে আশ্বাস দেয় যে, যুক্তরাষ্ট্র বা চীন যুদ্ধে সম্পৃক্ত হলে তারা এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া সক্রিয়ভাবে বাংলাদেশকে সহযোগিতা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর