রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঐতিহাসিক সংকট পাড়ি দিচ্ছে

-ড. হোসেন জিল্লুর রহমান

ঐতিহাসিক সংকট পাড়ি দিচ্ছে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। অর্থনীতিকে টিকিয়ে রাখতে সারা বছর লড়াই করেছেন দেশবাসী। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিও টালমাটাল। বছরের শুরুতে সংক্রমণ শুরু হলেও স্বাস্থ্যের বিষয়ে আমরা আগাম প্রস্তুতি নিতে পারিনি। এটা পরিষ্কার। সম্ভাব্য অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে আমরা যেন একই ভুল না করি। এর প্রভাবে আমাদের ক্ষতি কতটা হবে তা এখনই বলা যাবে না। এ পরিস্থিতি যত বেশি দীর্ঘায়িত হবে ক্ষতির পরিমাণ তত বেশি হবে। এ জন্য সুনির্দিষ্ট খাত ধরে কী ধরনের সহায়তা দেওয়া যায় তা নির্ধারণ করতে হবে।’ ২০২০ সালের অর্থনীতি বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। ড. হোসেন জিল্লুর বলেন, ‘আমরা আসলে একটা ঐতিহাসিক সংকট পাড়ি দিচ্ছি। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই। কেননা এমন মহামারী তো আর প্রতি বছর আসে না। বিগত ১০০ বছরেও আসেনি। আবার আগামী শতকে আসবে কি না জানি না। ফলে এটা বিশ্ববাসীর জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের আর্থিক ক্ষতি অনেকটা কমই হয়েছে। কিন্তু আমাদের যে স্বাস্থ্যগত ব্যাপার, সেদিকে আমরা মোটেই স্বস্তিদায়ক অবস্থায় নেই। এটা আমরা ঠিকমতো মোকাবিলাও করতে পারিনি। একে তো সময়ের কাজ সময়ে করতে পারিনি, আবার ব্যবস্থাপনার মধ্যেও ছিল হযবরল অবস্থা।’

সর্বশেষ খবর