রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সামনে আরও চ্যালেঞ্জ

-ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

সামনে আরও চ্যালেঞ্জ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ‘বিদায়ী বছরটা আমাদের জন্য ছিল খুবই চ্যালেঞ্জের। সামনের বছরটা আরও চ্যালেঞ্জ নিয়ে আসছে। কেননা অসংখ্য মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। তাদের আবার ওপরে তুলে আনতে হবে। এটাই হবে এখন প্রধান কাজ। এ ছাড়া কর্মসংস্থান নিয়ে নতুন করে ভাবতে হবে। যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় আমরা মোটামুটি ভালোই করেছি। এ জন্য প্রবৃদ্ধিটা যাই হোক, এখন আমাদের মনোযোগ দিতে হবে কর্মসংস্থান আর বিনিয়োগে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়ে দরিদ্র মানুষকে সহায়তা দিতে হবে। তাদের দারিদ্র্যসীমার নিচ থেকে তুলে আনতে হবে।’ ২০২০ সালের অর্থনীতির চিত্র নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না তাদের কাজ দিতে হবে। সব মিলিয়ে বিদায়ী বছর আমাদের জন্য ছিল একটা কঠিনতম চ্যালেঞ্জের বছর। এটা অবশ্য সারা বিশ্বের জন্যই চ্যালেঞ্জের ছিল।’ প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা বিপর্যস্ত অর্থনীতি টেনে তোলার চেষ্টা করেছে সরকার, তাও বেশ সময়োপযোগী ছিল বলে মনে করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর