রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রাণনাশের আশঙ্কা আল্লামা শফী পরিবারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফী মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তাই আল্লামা শফীর পরিবারের পক্ষ থেকে নিজেদের নিরাপত্তা চেয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এসব ঘটনার পেছনে বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর অনুসারীদের দায়ী করা হয়। গতকাল  শনিবার সকালে আল্লামা শফীর পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল্লামা শফীর শ্যালক ও মামলার বাদী মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী, হেফাজতে ইসলামের নেতা মাওলানা শামসুদ্দীন আফতাব, মাওলানা আবুল কাসেম, কারি তৌহিদুল আলম, মাওলানা হোসেন আহমদ, মাওলানা ওজাউর উল্লাহ, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ। 

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী দাবি করেন, ‘আল্লামা শফীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আল্লামা শফীর পরিবারের পক্ষ থেকে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংবাদ সম্মেলনে আল্লামা শফীর বড়পুত্র মাওলানা মোহাম্মদ ইউসুফের উপস্থিত থাকার কথা থাকলেও প্রাণভয়ে তিনি উপস্থিত হতে পারেননি।’ সংবাদ সম্মেলনে মঈন উদ্দিন বলেন, জুনায়েদ বাবুনগরী যদি অপরাধী না হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত রাগ নেই। তবে যদি অপরাধী হয়ে থাকেন এবং তদন্তে যদি প্রমাণ হয় তিনি অপরাধী তাহলে তার ফাঁসি দাবি করছি। সরকারের কাছে আমাদের আবেদন মামলাটি যাতে দ্রুত বিচার আইনে হয়। তদন্ত যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। আল্লামা শফীর মৃত্যুর আগের দুই দিনের ঘটনা বর্ণনা দিয়ে মঈন উদ্দিন বলেন, ‘১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় কী ঘটেছে তা সবাই জানে। এ সময় আহমদ শফীর রুম কীভাবে ভাঙচুর এবং লুট করা হয়েছে তা সবাই দেখেছেন। জুনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক পদ থেকে আহমদ শফীকে পদত্যাগে বাধ্য করা হয়।’

সর্বশেষ খবর