রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতিবাজ নির্মূল করতে হবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজ নির্মূল করতে হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই। গতকাল প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এর থেকে বের হয়ে আসতে হবে। ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। একটির ওপর যেন আরেকটির নেতিবাচক প্রভাব না পড়ে। সবার রাজনৈতিক বিশ্বাস আছে, থাকতে পারে। তাই বলে তার প্রভাব যেন মাঠের সবুজ গালিচায় না পড়ে। ওবায়দুল কাদের বলেন, ক্রীড়া ফেডারেশনগুলো নিজের ভাগ্য বদলের জায়গা নয়। দেশের লাখো তরুণের বিপথগামিতা থেকে দূরে রাখতে সুকুমার বৃত্তির চর্চার চারণভূমি হচ্ছে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনকে পরিশুদ্ধ রাখতে হবে। তাহলে তরুণ প্রজন্ম আস্থাশীল হবে, এতে সমাজ পরিবর্তন হবে। তিনি বলেন, আজকে মাদক সমাজে সুনামীর মতো ছড়িয়ে পড়েছে। এই মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে সরিয়ে রাখতে আমাদের খেলাধুলায় আরও মনোযোগী হতে হবে। বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই। বাদল রায় তাঁর খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন।

 ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতারা ও ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড়, সংগঠক।

সর্বশেষ খবর