মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিএনপির গণতন্ত্র ছিল পঙ্গুতন্ত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির গণতন্ত্র ছিল পঙ্গুতন্ত্র

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বিএনপি বলে দেশে গণতন্ত্র নেই। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশে গণতন্ত্র ছিল না। তখন গণতন্ত্রের আদলে ছিল পঙ্গুতন্ত্র। আপনারা গণতন্ত্রের অর্থই বুঝেন না। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ    উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতাকালে খুনিরা রাস্তায় ঘুরে বেড়াত আর ভদ্র মানুষগুলো বাড়িতে চুপ করে বসে থাকতেন। তিনি আরও বলেন; আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে এবং দেশকে গণতন্ত্র দিয়েছে। উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা  চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, পৌরমেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ ও কসবা থানা ওসি লোকমান হোসেন।

 

সর্বশেষ খবর