শিরোনাম
বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অভিনেত্রী আশার

নিজস্ব প্রতিবেদক

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অভিনেত্রী আশার

বেপরোয়া ট্রাক নিভিয়ে দিল অভিনেত্রী আশা চৌধুরীর জীবনপ্রদীপ।  প্রায় চার বছর আগে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি। অভিনয়কেই পেশা হিসেবে নিতে চেয়েছিলেন। স্বপ্ন ছিল প্রধান চরিত্রে অভিনয় করে নিজেকে মেলে ধরার। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল তার। সোমবার রাত ২টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২২ বছর বয়সেই নিভে গেল আশার জীবন প্রদীপ।

জানা গেছে, নিহত আশার বাবার নাম আবুল কালাম। গ্রামের বাড়ি পাবনা। থাকতেন রাজধানীর রূপনগর আবাসিকের ২০ নম্বর রোডের

৩৭ নম্বর বাড়িতে। ইডেন কলেজের সাবেক ছাত্রী আশা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আইন বিষয়ে পড়তেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এই শিশুশিল্পী নাটকে নিয়মিত অভিনয় করেন। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ তিনি রোমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, সোমবার রাতে টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আশা। তার মাথা থেঁতলে গেছে। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, রাতে গাজীপুরের বোর্ডবাজার থেকে নিজেদের বাড়ির কাজ দেখভাল শেষে রূপনগরের বাসায় ফিরছিলেন আশা। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ রূপনগরের বাসায় নেওয়া হয়। এই অভিনেত্রী মারা যাওয়ার দুই দিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। নাটকে তার সহশিল্পী ছিলেন সালাউদ্দিন লাভলু এবং আনিসুর রহমান মিলন। নাটকটির নির্মাতা রোমান রুনি জানান, নায়িকার চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আশা টানা এক সপ্তাহ পরিশ্রম করেছে। নাটকের প্রতিটা শর্ট শেষে সবাইকে জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে, ভালো না হলে তিনি আবার শর্ট দিতে চাইতেন। কাজের প্রতি তিনি খুবই একাগ্র ছিলেন। তার স্বপ্ন ছিল চলচ্চিত্র নিয়ে। সে পথে এগোনোর মাঝেই তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, আশার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর