সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ত্রাণ তৎপরতায় প্রশাসনিক সমন্বয় প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ তৎপরতায় প্রশাসনিক সমন্বয় প্রয়োজন

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জনগোষ্ঠী ভিত্তিকের চেয়ে দারিদ্র্যভিত্তিক ও বিপন্ন অবস্থাভিত্তিক ত্রাণ তৎপরতা অনেক বেশি কার্যকর হয়। এই কার্যকারিতা নিশ্চিত করতে আরও তথ্য-উপাত্ত ও প্রশাসনিক সমন্বয় প্রয়োজন। যোগ্য মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের এই আহ্বায়ক।

গতকাল অনলাইনে সিপিডি, অক্সফাম ইন বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ‘করোনা ও আম্ফান মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা : সরকারি পরিষেবার কার্যকারিতা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আরও বক্তব্য দেন- সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মোস্তফা আমির সাব্বিহ। সংলাপে মন্ত্রী শ ম রেজাউল করিম পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন- এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে।

বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন- এ রকম সংলাপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

সর্বশেষ খবর