বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সিআইডির তথ্য

করোনায় ধর্ষণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনার সময়ে শক্তি দেখিয়ে ধর্ষণের ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন। গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইমাম হোসেন বলেন, গোপালগঞ্জে গৃহবধূ গণধর্ষণের আসামিদের গ্রেফতার করেছে সিআইডি। ৪ এপ্রিল সন্ধ্যায় মুকসুদপুরের কদমপুর গ্রামের তিনজন হেমায়েত শেখ, ইয়াছিন মোল্লা ও বশির শেখ একটি বাড়িতে প্রবেশ করে। ঘরের সামনে থেকে মেয়েলি কণ্ঠে ডাক দিয়ে সুকৌশলে দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ওই বাড়ির গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা গৃহবধূর কাছ থেকে তার মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার টাকাও নিয়ে যায়। তিনি বলেন, করোনার সময় ক্ষমতাধর ও প্রভাবশালীরা অলস সময় কাটাচ্ছেন। তাই তারা তাদের গন্ডির মধ্যে ধর্ষণের মতো অপরাধ করছেন। বাংলাদেশে পাওয়ার রেপ অতীতে ছিল না। দুই থেকে পাঁচ বছর ধরে শুরু হয়েছে। এ ধরনের ধর্ষকরা ভিকটিমকে নিজের এলাকার মধ্যে ধর্ষণ করে। যাতে কোনোরকম ঝুঁকি না থাকে। তাকে কেউ বাধা না দেয়। একজনকে ধর্ষণ করে এরা তাদের অন্য টার্গেটদের শিক্ষা দেয়। টার্গেটরা প্রস্তাবে রাজি না হলে বলপ্রয়োগ করে। তাদের এ গ্রুপে তিন-চার জন করে থাকে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধরের তত্ত্বাবধানে ২০ এপ্রিল রাতে নওগাঁর নজিপুর থেকে ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সিআইডি। তবে এখনো পলাতক ঘটনার মূল হোতা হেমায়েত। সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর ও জিসানুল হক উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর