সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে ঘোষণা দেওয়া দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। গতকাল ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিবির পরিদর্শক তাজুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী মো. সানাউল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে তান্ডবের ঘটনায় পল্টন থানার নাশকতা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করে ডিবি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এই নায়েবে আমির খেলাফত মজলিশের মহাসচিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংগঠনটি। এ ঘটনায় সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের বিরুদ্ধে পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানায় মামলা করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে তান্ডব চালানো হেফাজত নেতা দুই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতারর করা হয়। তারা হলেন সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাইস্কুল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালী ও হরিনাদি জামে মসজিদের  পেশ ইমাম মাওলানা ইকবাল হোসেন। তান্ডবের মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুজনকে আদালতে পাঠানো হয়। জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে  গ্রেফতারের সংখ্যা হয়েছে ৩৫৯ জন।

সর্বশেষ খবর