বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

বর্তমান সরকার পুরোপুরি আমলাতান্ত্রিক

নিজস্ব প্রতিবেদক ও ঠাকুরগাঁও প্রতিনিধি

বর্তমান সরকার পুরোপুরি আমলাতান্ত্রিক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা পুরোপুরিভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই সব নীতিনির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী উপসচিবসহ ছয়জনের বদলি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বদলি করাটা কোনো সমাধান নয়। তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রয়োজন ছিল। সেই সঙ্গে তাদের কারাগারে নেওয়ার দরকার ছিল। এটা করলে সাংবাদিকরা কিছুটা স্বস্তি ফিরে পেতেন। কিন্তু সাংবাদিকরা যাতে সরকারের চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারেন- সেজন্যই এই ঘটনার অবতারণা করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে সাংবাদিকদের সঙ্গে এ রকম অবস্থা সৃষ্টি হতো না। দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলার ঘটনা ঘটছে। মির্জা ফখরুল আরও বলেন, আজকে বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে- যেখানে আজ অফিশিয়াল নিরাপত্তা আইন চালু করতে হয়েছে।

এটা আবারও প্রমাণ করল যে- বর্তমান সরকার সাংবাদিক দমন, নিপীড়ন, কথা বলতে না দেওয়া ও মানুষের অধিকারকে হরণ করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।  এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল হালিম, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর