বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পোস্ট-কভিড সমস্যাগুলো অব্যাহত থাকলেও কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। ফুসফুসের পানি অপসারণের জন্য লাগানো দুটো নলের মধ্যে একটি নল খুলে দেওয়া হয়েছে গতকাল। তবে ডায়াবেটিস, আর্থ্রাইটিসের কারণে তাঁর হাত-পা ফুলে যাওয়া এবং ব্যথার যে সমস্যাগুলো ছিল সেগুলো এখনো আগের মতোই রয়েছে। ফোলা বা ব্যথা কোনোটাই তেমন কমেনি। সংশ্লিষ্ট একজন চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বিকালে এভারকেয়ার হাসপাতাল ও তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। গতকাল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার ২৩ দিন পার হয়েছে খালেদা জিয়ার। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৩ এপ্রিল শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাকে রাজধানীর এ হাসপাতালে ভর্তি করা হয়। গত রাত পর্যন্ত সর্বশেষ খবরে জানা গেছে, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তাঁর হার্টের সমস্যা নিয়ে চিকিৎসকরা এখনো যথেষ্ট উদ্বিগ্ন।

মেডিকেল বোর্ডের অপর একজন সদস্য জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে অবহিত করবেন। এর বাইরে কারুরই মিডিয়ায় কথা বলার কোনো অনুমতি নেই।  গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে বেগম খালেদা জিয়ার। ১৫ এপ্রিল সিটিস্ক্যান করান তিনি। পরে অক্সিজেনজনিত সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ এপ্রিল ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৩ মে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে সেদিন বিকালে একই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় বেগম খালেদা জিয়াকে। পরে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে লিখিত চিঠি দেন তাঁর ভাই শামীম এস্কান্দার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

সর্বশেষ খবর