বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

ইসরায়েল ভ্রমণে গেলে শাস্তি

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল ভ্রমণে গেলে শাস্তি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ গেলেও ‘স্বীকৃতিহীন’ দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আগের মতোই থাকছে। কোনো নাগরিক ওই দেশে গেলে তাকে শাস্তি পেতে হবে। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ইসরায়েলকে স্বীকার করি না। সুতরাং বাংলাদেশ থেকে কেউ ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না। কেউ যদি সরকারের অনুমতি ছাড়া সে দেশে যায়, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অতীতে এমন উদাহরণ রয়েছে। স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিষয়ে সরকারের এমন অবস্থান থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বেকন ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ৪০ লাখ টাকার ওষুধসামগ্রী দেশটির রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই  রামাদানের হাতে তুলে দেন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর