মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

মেরকেলের পেছনে কেন গোয়েন্দা

প্রতিদিন ডেস্ক

মেরকেলের পেছনে কেন গোয়েন্দা

মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর তথ্য অনুযায়ী, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলসহ ইউরোপের একাধিক নেতার পেছনে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চরবৃত্তি করেছে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা (এফই)। তথ্য সংগ্রহ করতে ডেনমার্কের ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিস আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) একসঙ্গে কাজ করেছে। জার্মানি, সুইডেন এবং নরওয়েরও কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও রিপোর্টে বলা হয়। সূত্র : বিবিসি। জার্মান চ্যান্সেলর ছাড়াও দেশের প্রেসিডেন্টের পেছনেও চরবৃত্তি করেছে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা এফই। ২০১৩ সালে এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থীর পেছনেও চরবৃত্তি করা হয়। ঘটনার কথা শুনে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা রাজনৈতিক স্ক্যান্ডাল। জার্মান কূটনীতি মহলেও বিষয়টি নিয়ে রীতিমতো সাড়া পড়ে গেছে। কারণ জার্মানির সঙ্গে ডেনমার্কের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। ডেনমার্ক জার্মানির প্রতিবেশী দেশ। তা সত্ত্বেও কেন তারা এ কাজ করল এবং মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে তথ্য তুলে দিল, তা নিয়ে অনেকেই বিস্মিত।

বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেরকেল। তবে চ্যান্সেলরের অফিস থেকে বলা হয়, বিষয়টি মেরকেলকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালেও একই রকম অভিযোগ উঠেছিল। সে সময় আঙ্গেলা মেরকেলের ফোনে আঁড়ি পাতছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বলে অভিযোগ তুলেছিলেন এনএসএর সাবেক ঠিকাদার অ্যাডওয়ার্ড স্নোডেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর