শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

সিনোফার্ম-ফাইজারের টিকা শুরু কাল

নির্দিষ্ট চার কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের

নিজস্ব প্রতিবেদক

সিনোফার্ম-ফাইজারের টিকা শুরু কাল

আগামীকাল দেশে চীনের সিনোফার্ম ও কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকাদান শুরু হবে। এরই মধ্যে সিনোফার্মের টিকা দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে। তাপমাত্রা জটিলতার কারণে ফাইজারের টিকা দেওয়া হবে রাজধানীর কিছু হাসপাতালে। জানা গেছে, বাংলাদেশকে মোট ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন। এর মধ্যে ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য নিয়েছে চীন। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়া যাবে। এ ছাড়া ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে। শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেশে আসবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী ফাইজারের টিকা প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তুতি চলছে হাসপাতালগুলোয়। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘তাপমাত্রার জটিলতায় ফাইজারের টিকা শুধু ঢাকা মহানগরীর কিছু হাসপাতালে দেওয়া হবে।’ সিনোফার্ম টিকা প্রসঙ্গে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে সারা দেশে সরকারি ৩৭টি মেডিকেল শিক্ষার্থীর টিকা দেওয়া শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের টিকা দেওয়া হবে।’

ভ্যাকসিন প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মীরা : কভিড-১৯-এর ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতর ভ্যাকসিনের উদ্দিষ্ট জনগোষ্ঠীর তালিকায় অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করে একটি পত্র জারি করেছে। পত্রটিতে ভ্যাকসিন গ্রহণের বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে। বিদেশগামী কর্মীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের বিষয়ে আশ্বাস দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।॥

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর