শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাংলাদেশে

নয়াদিল্লি প্রতিনিধি

চলতি অর্থবছরে বাংলাদেশ ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানির দেশে উন্নীত হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। এতদিন চতুর্থ স্থানে ছিল হংকং। কারণ হিসেবে সরকারি সূত্র বলছে, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি এবং যোগাযোগব্যবস্থা লকডাউনের সময়েও অব্যাহত থাকার কারণেই এটা সম্ভব হয়েছে।

২০২০-২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশে ভারতের রপ্তানি বাণিজ্য ৪৬ শতাংশ বেড়েছে। যার পরিমাণ ৩.১৬ বিলিয়ন মার্কিন ডলার। এর উপরে রয়েছে আমেরিকা (১৫.৪১ বিলিয়ন), চীন (৫.৯২ বিলিয়ন), সংযুক্ত আরব আমিরাত (৫.৩৪ বিলিয়ন)। এরপরই বাংলাদেশ। এক ক্যালেন্ডার বর্ষে দেখা গেছে রপ্তানি বৃদ্ধি ৩৫.১৪ শতাংশ হয়ে জানুয়ারি মাসে দশমিক ৯৫ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ১৭ শতাংশ বেড়ে দশমিক ৯.৪ বিলিয়ন ডলার, মার্চ মাসে ৯৩ শতাংশ বেড়ে ১.২৬ বিলিয়ন ডলার হয়েছে। ২০১৯-২০ তে রপ্তানির লক্ষ্যে বাংলাদেশের স্থান ছিল নবম। সেই স্থান গত অর্থবছরে উন্নীত হয়েছে পঞ্চম বর্তমান বছরে তা হয়েছে চতুর্থ। হংকংয়ে রপ্তানি ছিল ১০ বিলিয়ন ডলার। লকডাউনের কারণে সেই রপ্তানি করা যায়নি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তখনই গুরুত্ব দেয় বাংলাদেশকে। যেহেতু লকডাউন সত্ত্বেও রেল-সড়ক জনপথ খোলা ছিল বাণিজ্য রপ্তানি ও আমদানির জন্য। বাংলাদেশে সব থেকে বেশি রপ্তানি হয়েছে কৃষিপণ্য। বাসমতি ব্যতীত চাল অন্যতম পণ্য। রপ্তানি বেড়েছে ৯৫ শতাংশ। অন্য পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম জাত পণ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর