শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরের বালুয়াবাজার গ্রামে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী রোকন সরদার (৩৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর গতকাল সকালে সোহেলের দোকান ও বাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাতে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, হোটেল ব্যবসায়ী সফিউল ইসলামের ছেলে সোহেল বৃহস্পতিবার রাতে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী কনক চন্দ্রকে জোর করে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করে বলে ইউপি সদস্য আশিকুজ্জামান অভিযোগ পান। পরে তিনি ব্যবসায়ী রোকন সরদারসহ কয়েকজনকে নিয়ে সোহেলের কাছে বিষয়টি জানতে চান। এ সময় সোহেল ক্ষিপ্ত হয়ে তার ভাই ও সঙ্গীদের সহায়তায় ইউপি সদস্যের ওপর হামলা করে। এক পর্যায়ে সোহেল বাজারের ফলের দোকান থেকে ছুরি এনে রোকনের বুকে ও পেটে আঘাত করে। গুরুতর আহত রোকনসহ আহত পাঁচজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোকন সরদার ওই ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এদিকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকালে বালুয়াবাজারে সোহেলের বাড়ি ও পারিবারিক দোকানে ভাঙচুর করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকো বলেন, ঘটনায় অভিযুক্ত সোহেল এবং তার পরিবার পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর