বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

লকডাউনের নামে সরকার প্রতারণা করছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের নামে সরকার জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নামমাত্র লকডাউনে সবকিছুই চলে। ঢাকায়ও নামমাত্র লকডাউন, বাস্তবে কোথাও নেই। মূলত সরকার লকডাউনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, লকডাউনে যে যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে এমনকি বিয়েও হচ্ছে। এই যে সরকারের পুরোপুরি উদাসীনতা এবং এটা লোক দেখানো একটা ব্যাপার। এটা প্রতারণা মানুষের সঙ্গে যে আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লকডাউন বাস্তবায়ন করার কথা থাকলেও তাদের দেখা যায় না আজকাল। মির্জা ফখরুল বলেন, এনআইডি প্রকল্পের বিষয়ে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরেও সরকার সরাসরি নাকচ করে দিয়েছে চিঠি দিয়ে। এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিয়েও সরকার একটা ষড়যন্ত্র করছে, যাতে তারা জনগণের পরিচয় নিয়ন্ত্রণ করতে পারে। আমরা এ সিদ্ধান্তের নিন্দা ও সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় ১১ শতাংশ কমে গেছে। এর কারণ হচ্ছে এখানে বিনিয়োগ করার কোনো পরিবেশ নেই। কেন নেই? এখানে যে দুঃশাসন ও দুর্নীতি তাতে বিনিয়োগকারীরা আসতে চান না। মির্জা ফখরুল গ্রেফতার ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলামকে পায়ে গুলি করে পঙ্গু করা, ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জে ছাত্রদলের ভার্চুয়াল আলোচনায় পুলিশি হামলা ও ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। ভোজ্য তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর