শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দেওয়া হলেও এ অপশক্তি একেবারে নির্মূল হয়েছে বলা যাবে না। দেশের উন্নয়ন অভিযাত্রায় বিষফোঁড়া হয়ে আছে সাম্প্রদায়িক উগ্রবাদ। গতকাল অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কঠোর বিধিনিষেধ প্রসঙ্গে তিনি              বলেন, জীবনের সুরক্ষার অনিবার্য প্রয়োজনেই এই লকডাউন। নিরাপদ জীবনের জন্য করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হওয়া কঠোর বিধিনিষেধসহ লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৬ সালের ১ জুলাই গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ওই ঘটনা মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে উগ্রবাদীদের তৈরি একটি দুষ্টক্ষত। হয়তো তারা (জঙ্গিরা) অতি গোপনে তলে তলে তাদের শক্তিবলয় বাড়াচ্ছে, তাদের নীরবতা অন্য কোনো ভয়াবহ  ইঙ্গিতও হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, উগ্রবাদের বিরুদ্ধে দেশের জনগণের মাঝে একটি ঐক্য তৈরি হয়েছে, বিভিন্ন স্থানে সামাজিক প্রতিরোধ তারই প্রমাণ। করোনা প্রসঙ্গে ওবায়দুল বলেন, করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় অসহায়, কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর