মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

টাইগাররা আজ জিতলেই হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক

তামিম বাহিনী প্রথম ওয়ানডে জিতেছিল খুব সহজেই। লিটন দাসের সেঞ্চুরির পর বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান। হারারে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ছিল সাকিবময়। ইনিংসের শুরুতে বল হাতে ছিলেন দুর্দান্ত। ব্যাটিংয়ে হিমালয়সম দৃঢ়তায় ৯৬ রানের হার না মানা ইনিংস খেলে একাই জয় উপহার দেন বাংলাদেশ। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। জিতলেই হোয়াইওয়াশ করবে ব্রেন্ডন টেলরের জিম্বাবুয়েকে। একই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড সুপার কাপে অষ্টম জয় তুলে পয়েন্ট টেবিলে অবস্থান আরও শক্ত করবে তামিম বাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত টানা ১৮ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। আজ জিতলে প্রথম কোনো দেশের বিপক্ষে ৫০ নম্বর ওয়ানডে জিতবে টাইগাররা। দ্বিতীয় সর্বোচ্চ জয় ১৮ ওয়েস্ট ইন্ডিজ এবং ১০টি নিউজিল্যান্ডের বিপক্ষে। জিম্বাবুয়ে সফরে আজ ওয়ানডে ছাড়াও রয়েছে আরও ৩টি টি-২০। ২৩, ২৫ ও ২৭ জুলাই ম্যাচ তিনটি। ২৯ জুলাই দেশে ফিরবে টাইগাররা। একই দিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। দলটি আসবে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের মতো তারকাদের ছাড়া। খর্ব শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে।

অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৭ সালে টেস্ট সিরিজ খেলতে। ২০২০ সালের জুনে দুটি টেস্ট খেলার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য শেষ মুহুর্তে আসেনি। এছাড়া ২০১১ সালে ওয়ানডে সিরিজ এবং ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ৪টি টি-২০ ম্যাচ খেলেছে। সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথম দলটি টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসবে। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৯ জুলাই ঢাকা পা রেখে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৩ দিনের কোয়াইরেন্টাইনে থাকবে। ঢাকায় ফিরে টাইগাররা ১০ দিনের জৈব বলয়ে থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে দেশে। মৃতের সংখ্যাও বাড়ছে গতকাল মৃতের সংখ্যা ছিল ২৩১ জন। গত এক সপ্তাহ ধরে গড়ে ২০০’র উপরে করোনায় মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফর নিয়ে অনেকেই শঙ্কিত। তবে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে, ‘অস্ট্রেলিয়ার সব শর্ত মেনে নেওয়া হয়েছে। ওদের জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঠিক রাখা হয়েছে। যথা সম্ভব অতিথি কম রাখার চেষ্টা করা হবে হোটেলে। আমরা আশা করছি ওরা ২৮ কিংবা ২৯ জুলাই ঢাকায় আসবে।’ অস্ট্রেলিয়া সিরিজের পরপরই ঢাকায় ৫টি টি-২০ খেলতে ঢাকায় আসার কথা নিউজিল্যান্ডের। দুটি দলই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ দুটি খেলবে।

সর্বশেষ খবর