১৫ আগস্ট আফগানিস্তান দখল করে নেয় তালেবান বাহিনী। তালেবানরা নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির খেলাধুলার ওপর আবারও নিষেধাজ্ঞা আসবে, এমনটাই ভেবেছিলেন ক্রীড়া বিশ্লেষকরা। কেননা, তালেবানরা প্রথমবার শাসন করার সময় আফগানিস্তানে খেলাধুলা বন্ধ ছিল। অতীত স্মৃতিই জন্ম দিয়েছিল এমন ভাবনার। তবে আশার কথা হচ্ছে, তালেবানরা খেলাধুলার উপর কোনো রকম বিধিনিষেধ আরোপ করেনি। এর ফলে কাবুল থেকে শুরু করে কান্দাহার, জালালাবাদ-সব জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে। তারকা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটাররাও ব্যাট বলের লড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল ৫টি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তিন ধাপে বাংলাদেশে এসেছে। তালেবান শাসন কায়েম হওয়ার পর এই প্রথম আফগানিস্তানের কোনো দল দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। অবশ্য ২০২০ যুব বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো সিরিজ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। আফগানিস্তান জাতীয় দলও আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপে অংশ নিবে। আসরটি বসবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। আফগান যুবারা পাকিস্তানের বিভিন্ন শহর থেকে দোহা ও দুবাই হয়ে ঢাকায় পা রাখেন। গতকাল বিকাল পৌনে ৫টায় ৮ আফগান তরুণ কাতার এয়ারওয়েজে এসে পা রাখেন হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত ১১টা ২০ মিনিটে যুব দলের হেড কোচ দওলত খান জাজাইয়ের নেতৃত্বে স্টাফসহ চার ক্রিকেটার আসেন এমিরেটস এয়ারওয়েজে। রাত ৩টা ২০ মিনিটে আরও চার ক্রিকেটার ঢাকায় আসেন কাতার এয়ারওয়েজে। আফগান যুবাদের ঢাকায় পা রাখার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত মাহফুজুল হক বকসী, পেট্রল ইন্সপেক্টর, মিরপুর জোন, ‘আফগানিস্তান যুব দলের ক্রিকেটাররা তিন ধাপে ঢাকায় আসছে। প্রথম ধাপে দল আসে বিকাল ৫টায়। দ্বিতীয় ধাপ আসে রাত সাড়ে ১১টায় এবং তৃতীয় ধাপ রাত সাড়ে ৩টায়। ঢাকা থেকে কানেকটিং ফ্লাইটে সিলেট পৌঁছবেন ক্রিকেটাররা।’ আফগান যুবাদের তিন ধাপে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও, ‘আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় আসছে তিনধাপে।’ ঢাকায় পা রাখার পর আফগান যুবারা কানেকটিং ফ্লাইটে সিলেট পৌঁছবে। সেখানে গোটা দল অবস্থান করবে লালখান নাজিমগড় রিসোর্টে। ওয়ানডে সিরিজের খেলাগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। চার দিনের ম্যাচটি ২২-২৫ সেপ্টেম্বর। ক্রিকেটাররা হোটেলে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ব্যস্ত সময় পার করছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে। মিরপুর শের-ই বাংলায় সিরিজটি হচ্ছে। সিরিজের আড়ালেই আফগাানিস্তান অনূর্ধ্ব-১৯ বাংলাদেশে এসেছে ৫টি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে।