বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

লুটপাট চাপা দিতে তলব সাংবাদিকদের ব্যাংক হিসাব : মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা আঁকড়ে আছে দেশকে লুট করতে। এ লুটপাটের খবর যাতে চারদিকে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সাংবাদিকদের হেনস্তা করতে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বরিশালের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মেজর (অব.) হাফিজ বলেন, সাংবাদিকরা যাতে ভয় পান, তারা যাতে সত্য তুলে আনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হন এজন্য তাদের ওপর দমননীতি চালাচ্ছে সরকার। অথচ তাদের নিজেদের সম্পদের হিসাব এখনো দেয়নি। এ সময় বিএনপির যুগ্মমহাসচিব ও মহানগর সভাপতি, সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ : এদিকে বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভোলার লালমোহন থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় বরিশাল সাইবার ট্রাইাব্যুনাল থেকে জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। গতকাল বেলা সাড়ে ১১টায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ জামিনের আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু। তিনি জানান, রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এবং বয়স বিবেচনায় মেজর হাফিজের জামিন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২ নম্বর আসামি বাবুল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন মেজর হাফিজ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিল, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়। বিষয়টি পরে গণমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর