মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
পুলিশের মারপিটে মৃত্যুর অভিযোগ

থানা ঘেরাও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় এক ব্যক্তি পুলিশের মারপিটে নিহত হয়েছে- এমন অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন এবং জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

মারপিটে নিহতের ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে ৭টার দিকে হারাগাছ দরদী স্কুলের সামনে। নিহত ব্যক্তি হারাগাছের দালালের হাট নয়াটারি এলাকার মৃত সাকাওয়াত হোসেনের পুত্র তাজুল ইসলাম (৫৫)। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত জনতার থানা ঘেরাও, বিক্ষোভ এবং ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের টিয়ার সেল নিক্ষেপ অব্যাহত ছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকসেবী তাজুলকে সন্ধ্যা ৭টার দিকে হারাগাছ থানার পুলিশ আটক করে। এর কিছুক্ষণ পরেই তাজুল মারা যান। তাকে পুলিশে পিটিয়ে মেরেছে- এমন কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা হারাগাছ থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের একটি গাড়ির সামনের অংশ ভাঙচুর করা হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। পৌর মেয়র এরশাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জনগণকে শান্ত করার চেষ্টা চালাতে থাকেন। এ প্রতিবেদন লেখার সময় রংপুর মেট্র্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই মুহূর্তে কিছু বলা যাবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর