মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ : মোদি

কূটনৈতিক প্রতিবেদক

শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। গতকাল মৈত্রী দিবস উপলক্ষে এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ করি এবং উদযাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে চাই।

ভারত দ্বিতীয় দেশ হিসেবে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দিনটিকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব দিবস (মৈত্রী দিবস) হিসেবে মনোনীত করেন। বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশে এ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। পাশাপাশি দুই দেশের নিজ নিজ কূটনৈতিক মিশন এ দিবস উদযাপন করেছে।

সর্বশেষ খবর