মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ করেনি।

জেনারেল (অব.) আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে গত ২৪ জুন অবসরে যান।

প্রসঙ্গত, জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ  পান। এর আগে সেনাবাহিনীর সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন তিনি। ২০১৬ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান তিনি। এরপর তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নিযুক্ত হন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা ও র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হলে আলোচনায় আসেন জেনারেল আজিজ আহমেদ। পরে খোঁজ নিয়ে জানা যায়, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যুদ্ধে অংশ নিয়ে র‌্যাব আইনের শাসন ও মানবাধিকার খর্ব করেছে। এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে সরকারের অসন্তোষ জানিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর