শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

ছুটির দিনে ক্রেতার ভিড়ে জমে উঠেছিল বাণিজ্য মেলা। স্টলগুলোয় ক্রেতার উপস্থিতি বেশি থাকায় খুশি বিক্রেতারাও। শীতের পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্রের দোকানে ভিড় ছিল বেশি। ছুটির দিন হওয়ায় সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত খোলা ছিল বাণিজ্য মেলার প্রবেশপথ।

গতকাল পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। এবারই প্রথম মেলায় দর্শনার্থীদের যাতায়াত সুবিধার জন্য দেওয়া হয়েছে বিআরটিসির ৩০টি বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মাসব্যাপী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। তবে ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। এবার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়সীদের ৪০ আর অপ্রাপ্তবয়সীদের ২০ টাকা। ২০২০ সালে ৪৮৩টি ছোট-বড় স্টল ও প্যাভিলিয়ন ছিল মেলায়। তা কমিয়ে এবার করা হয়েছে ২২৫টি। করোনার কারণে ২০২১ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শুরু হচ্ছে এ মেলা। ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলানগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। এবারই পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে মেলা আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। করোনার কারণে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম। নিরাপত্তাব্যবস্থার স্বার্থে মেলাপ্রাঙ্গণ ও আশপাশে ২২০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মেলায় মূল ভবনের ভিতরে বাংলাদেশ পর্যটন করপোরেশন ৫০০ আসনবিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া পরিচালনা করছে। দুটি মা ও শিশু কেন্দ্র রয়েছে। মেলায় বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ রাখা হয়েছে। এতে কেনাকাটায় সুবিধা হয়েছে ক্রেতাদের। বাড্ডা থেকে মেলায় কেনাকাটা করতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল কবির এবং তার স্ত্রী রাইসা ইসলাম। শীতে ব্যবহারের চাদর দেখছিলেন রাইসা। তিনি বলেন, মেলায় চাদরের দাম কিছুটা বেশি দেখছি। কালেকশন বেশ ভালোই আছে। ক্রেতা বেশি থাকায় ভিড় একটু বেশি। এজন্য খুব বেশি দরকষাকষির সুযোগ নেই। মেলাপ্রাঙ্গণের পরিবেশ বেশ ভালো। যাতায়াতে বাস থাকায় সুবিধা বেশি হয়েছে। সরকার অ্যান্ড ব্রাদার্সের বিক্রয় কর্মী রায়হান আলী বলেন, বাণিজ্য মেলা শুরুর পর গতকালই সবচেয়ে বেশি ভিড় ছিল। এ ছয় দিনে ক্রেতা না আসায় প্রায় বসেই কাটাতে হয়েছে, বিক্রি তেমন হয়নি। ছুটির দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ কিছু প্রোডাক্ট বিক্রি হয়েছে।

সর্বশেষ খবর