শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গবেষণা ব্যয় দেখলে লজ্জা পেতে হয়

নিজস্ব প্রতিবেদক

গবেষণা ব্যয় দেখলে লজ্জা পেতে হয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা অনেক বড় প্রকল্প দেখতে পাই। শত শত নয়, হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু এগুলো দেখে মাঝে মাঝে লজ্জা পেতে হয়। কারণ এসব প্রকল্পে অনেক সময় গবেষণার জন্য ল্যাবরেটরির অংশ থাকে না; গ্রন্থাগারের অংশ থাকে না। অধিকাংশ প্রকল্পেই থাকে ইট-বালুর বড় বড় দালান। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগে অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী শিল্প রসায়ন ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষায় জ্ঞানচর্চা খুবই জরুরি। কিন্তু, আমাদের জ্ঞানচর্চা সীমিত হয়ে যাবে তা যদি সমাজের মানুষের উন্নয়নে কাজে লাগাতে না পারি। এতে জ্ঞানচর্চার প্রসার ঘটবে না। এর সুফল মানুষের কাছে পৌঁছবে না। দীপু মনি বলেন, দেশে যে সংখ্যক অনার্স পড়ুয়া শিক্ষার্থী রয়েছে, অনেক দেশে সেই পরিমাণ জনসংখ্যাই নেই। ভাবতে হবে, এটি আমাদের জন্য যুক্তিযুক্ত কি না; আমরা সনদধারী বেকার তৈরি করছি কি না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, ঢাবি রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ খবর