শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিশৃঙ্খলা হলে দেখবে প্রশাসন : আইভী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিশৃঙ্খলা হলে দেখবে প্রশাসন : আইভী

ভোটে বিশৃঙ্খলার আশঙ্কা প্রশ্নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ভোটের আগে এমন পরিস্থিতি হতেই পারে। এ জন্য প্রশাসন সচেতন, তারা এ বিষয় দেখভাল করবে। আমি আমার ভোটারদের বলব, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন। গতকাল সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে নিজ এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। দেওভোগে নিজ বাসার সামনে থেকে প্রচারণা শুরু করেন আইভী। আইভী বলেন, নারায়ণগঞ্জে এর আগে তিনটি নির্বাচন হয়েছে, পৌরসভা, সিটি করপোরেশন। টানটান উত্তেজনা ছিল। প্রায় সবাই ভোট দিতে গেছেন, পরিবেশ খুবই সুন্দর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, যেন নারায়ণগঞ্জের পরিবেশ এমনই সুন্দর থাকে, উৎসব মুখর থাকে। সেই ব্যবস্থা যেন তারা করেন। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, আমি জানি না কাকে কোথায় ধরা হচ্ছে। বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে এটা শুনেছি। তার নামে হেফাজতের মামলা ছিল। আর কোথায় কী হচ্ছে তা আমি জানি না। এসব আমার জানার বিষয়ও না। কখনোই কাউকে গ্রেফতার করতে বা ধরতে বলিনি, বলেন আইভী। তিনি আরও বলেন, আমি চাই ভোট কেন্দ্র যেন পরিষ্কার থাকে, কোনো সন্ত্রাসী যেন ঝামেলা করতে না পারে।

ভোটাররা যেন ঠিকমতো ভোট দিতে যেতে পারেন। এক প্রশ্নের জবাবে আইভী বলেন, সরকারদলীয় প্রার্থী হিসেবে কখনো কোনো বাড়তি সুবিধা পাইনি। বাড়তি সুবিধা নিতে আমি পছন্দও করি না। জনস্রোত যখন আমার আছে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাব! আমি তো জনবিচ্ছিন্ন কেউ না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর