বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এখনই বাড়ছে না ভোজ্য তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

এখনই বাড়ছে না ভোজ্য তেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তাতে সায় দেননি। মন্ত্রী বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে এই নিত্যপণ্যটির দাম বাড়ছে না। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ভোজ্য তেল আমদানিকারকরা বলেছেন দাম বাড়ানোর জন্য। তারা বলেছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ব্যবসায়ীদের বলেছি, এখন যেটা দাম আছে তার থেকে কিছুটা কমানো যায় কি-না সেটি দেখতে। আগামী মাসের ৬ ফেব্রুয়ারি বসে আলোচনা করে দাম যা করা দরকার তা করব। বাড়াতে হলে বাড়াব, কমাতে হলে কমাব। মন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণের আগে আন্তর্জাতিক বাজারের তথ্য পর্যালোচনা করা হবে। এ ছাড়া শুল্ক কাঠামো, ভ্যাট ইত্যাদি পর্যালোচনা করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তথ্যগুলো সংগ্রহ করে দাম নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতও আমাদের মতো করে তেল আমদানি করে। আজকে তাদের মার্কেটে দাম লিটার ১৭০ টাকার কাছাকাছি। ভারতে ফ্রেইট চার্জ কম, ডিউটি স্ট্রাকচারও কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ তাদের সেখানে ডিউটি মাত্র ৫ শতাংশ। মূল্য নির্ধারণে এসব বিষয় বিবেচনা করা হবে।

চলতি মাসের শুরুতে ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে গত অক্টোবরে লিটারে ৭ টাকা বাড়িয়ে খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ খবর