রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইসি গঠন নিয়ে আরেকটি নাটক

নিজস্ব প্রতিবেদক

ইসি গঠন নিয়ে আরেকটি নাটক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার যে আইন করছে তা জাতির সঙ্গে আরেকটি নাটক। আমরা বলেছি আওয়ামী লীগের অধীনে বিএনপি কখনো কোনো নির্বাচনে যাবে না। কেননা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু স্বাধীনতার ঘোষণা নয়, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সব সেক্টরে অবদান রেখেছেন জিয়াউর রহমান। আজ অনেকেই জিয়াউর রহমানকে হিংসা করেন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা ধ্বংস করেছিলেন। কথা বলার স্বাধীনতা বন্ধ করেছিলেন। রক্ষীবাহিনী দিয়ে মানুষ হত্যা করে প্রথম মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। তখন ক্যু আর পাল্টা ক্যু হচ্ছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতার যে বিপ্লব সংঘটিত হলো তা ইতিহাসের আরেকটি টার্নিং পয়েন্ট। তিনি বলেন, আজ আমেরিকার গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি। কারণ বহির্বিশ্ব সবাই জানে বাংলাদেশে গণতন্ত্র নেই। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানবাধিকার থাকে না। তাই আওয়ামী লীগ আজ ১৩ বছর ধরে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রকৌশলী মাহবুব আলমের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শামীমুর রহমান শামীম, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর