শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
পাবিপ্রবিতে নিয়োগ পরীক্ষা

ভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লাঞ্ছিত চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ লাঞ্ছিত হয়েছেন। ভিসির কথার অবাধ্য হয়ে গতকাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন তিনি। এ কারণে ভিসি অনুসারী কর্মচারীরা তাকে মারধর করেছে বলে ড. হারুন অভিযোগ করেছেন।

গতকাল বিকালে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ড. হারুন অর রশিদ উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছেন। তিনি নিয়োগ পরীক্ষাকে সাজানো নাটক অভিহিত করে তা বাতিলেরও দাবি জানান। ড. হারুন বলেন, পাবিপ্রবির গণিত বিভাগে দুজন শিক্ষক নিয়োগের জন্য গতকাল নিয়োগ পরীক্ষার আয়োজন করে প্রশাসন। সদস্য হিসেবে তিনি সকালে নিয়োগ বোর্ডে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় ভিসির নির্দেশে তাকে কর্মচারীরা লাঞ্ছিত ও মারপিট করে। এ ব্যাপারে ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলী বলেন, ড. হারুনের স্ত্রী নিয়োগ পরীক্ষায় একজন প্রার্থী। সে জন্য তাকে নিয়োগ পরীক্ষায় উপস্থিত না থাকার নির্দেশনা জানিয়ে রেজিস্ট্রার অফিস থেকে তাকে ফোন করা হয়েছিল। এ ছাড়া তিনি নিজেও তাকে বলেছিলেন বলে জানান। স্বচ্ছতার স্বার্থে তাকে নিয়োগ বোর্ডে থাকতে দেওয়া হয়নি। মারধরের ঘটনা সত্য নয়। এ বিষয়ে ড. হারুন বলেন, স্ত্রী প্রার্থী হওয়ায় তিনি নিজেই ২৫ জানুয়ারি একটি পত্র দিয়ে নিজেকে প্রশ্ন করা ও খাতা মূল্যায়নের কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানান। প্রয়োজনে তার নিকটাত্মীয় ভাইভা বোর্ডে গেলে সেখানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ বোর্ডে অংশ গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ভিসি বরাবর একটি পত্র দিয়েছিলেন। প্রশাসন নিয়োগ বোর্ড থেকে বাদ দেওয়ার কোনো চিঠি না দিয়েই ভিসি মৌখিকভাবে তাকে নিয়োগ পরীক্ষায় আসতে নিষেধ করেন। ড. হারুন বলেন, অনৈতিক উদ্দেশ্যে ভিসির পছন্দের প্রার্থী নিয়োগ করতে শিক্ষক নিয়োগের কার্যক্রম থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। সভাপতি হওয়া সত্ত্বেও আমাকে নিয়োগ বোর্ডে ঢুকতে দেওয়া হয়নি। নিয়োগ পরীক্ষায় নিজের স্ত্রীর অংশ নেওয়ার ব্যাপারে ড. হারুন বলেন, এর আগেও ভিসি নিজে নিয়োগ বোর্ডের প্রধান থেকে তার আপন ভাতিজিকে চাকরি দিয়েছেন। সেটি নিয়মবহির্ভূত না হলে আমার উপস্থিত থাকা কেন অনিয়ম হবে। এদিকে এ সংবাদ সম্মেলনে সেকশন অফিসার পদে পরীক্ষা দেওয়া আতিকুল ইসলাম নামে এক চাকরি প্রার্থী জানান, ভিসির ভাইজিকে চাকরি দিতে তার সব যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর