মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিনহা হত্যার রায় সমাজে বার্তা দেবে

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

আরাফাত মুন্না

সিনহা হত্যার রায় সমাজে বার্তা দেবে

‘ক্ষমতার অপব্যবহার করলে পার পাওয়া যায় না’- মেজর (অব.) সিনহা হত্যা মামলার রায় সমাজে সে বার্তা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। রায়ে দুজন মূল আসামির মৃত্যুদণ্ড হওয়া আইনের শাসনের জন্য প্রশংসিত বলেও মনে করেন তিনি। গতকাল রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিকে এসব কথা বলেন। বিচারপতি মানিক বলেন, ‘যেভাবে তারা হত্যাটি করেছে তাতে মূল আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া উপযুক্ত সাজা।’ ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অপরাধ প্রমাণ হলেও তিন আসামিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে মনে হয়, আদালত হত্যাকাণ্ডে এ তিন আসামির দায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির চেয়ে কিছুটা কম পেয়েছে।’ খালাস পাওয়া সাত আসামির বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত বলে মনে করেন অবসরপ্রাপ্ত এ বিচারপতি। তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় তথ্যপ্রমাণ থাকার পরও আসামি খালাস পেয়ে যায়। তাই এক্ষেত্রেও তেমনটি হয়েছে কি না, সেটা উচ্চ আদালতই চূড়ান্ত করতে পারে। এ খালাস পাওয়া আসামিদের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত।’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির (প্রদীপ-লিয়াকত) সাজা ‘উপযুক্ত’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ মামলার তথ্য-উপাত্তগুলো আমি দেখিনি। তবে পত্রপত্রিকা থেকে যতটুকু জেনেছি, এটা একটি ঠাণ্ডা মাথার খুন এবং ইচ্ছাকৃত খুন। এখানে মৃত্যুদণ্ডই উপযুক্ত। ক্ষমতার অপব্যবহার বা আইনের অপব্যবহার করে কেউ পার পায় না- এ রায় সমাজে সবার জন্য সেই বার্তা পৌঁছে দেবে। আইনের অপব্যবহারকারী আইনশৃঙ্খলা বাহিনীর হোক বা অন্য কেউ হোক- কেউ ছাড় পাবেন না, এ রায় সেই বার্তাই দেয়।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে যেসব অভিযোগ করছে, এখন আমরা তাদেরও দেখাতে পারব- যারা অপরাধ করে তাদের বিচার হয়। সামগ্রিকভাবে কোনো বাহিনী দায়ী নয়।’

সর্বশেষ খবর