রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জায়েদের প্রার্থিতা বাতিল নিপুণকে সম্পাদক ঘোষণা

সাংস্কৃতিক প্রতিবেদক

জায়েদের প্রার্থিতা বাতিল নিপুণকে সম্পাদক ঘোষণা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্যসমাপ্ত নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায়                নায়ক জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় অপর প্রার্থী নায়িকা নিপুণকে। একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। আর সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে। আপিল বোর্ড প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে আখ্যা দেন। গতকাল বিকাল ৫টায় শুরু হওয়া নির্বাচনের আপিল বোর্ডের বৈঠক শেষে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বিজয়ীদের নাম ঘোষণা করেন। আর এ ঘোষণার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনা ও বিতর্কের অবসান ঘটেছে। এর আগে পূর্বনির্ধারিত সূচি মতে, বিকাল সোয়া ৪টার দিকে সমর্থকদের বহর নিয়ে বিএফডিসি ঢোকেন নিপুণ। সবার মুখে স্লোগান ছিল ?‘উই ওয়ান্ট জাস্টিস’। এ সময় নিপুণের সঙ্গে ছিলেন সাইমন সাদিকসহ বিভিন্ন সমিতির সদস্যরা। শিল্পী সমিতির সামনে খোলা প্রাঙ্গণে নিপুণ অংশ নেন আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে। জায়েদ খান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। আপিল বোর্ড নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্ট ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, তিনি আমাকে হেল্প করেননি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার একটা ভালো সুযোগ পেলাম। আপনারা পাশে থাকলে সব ষড়যন্ত্র ও বাধা ডিঙিয়ে এ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।’ এদিকে নির্বাচনের এক সপ্তাহের মাথায় চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করার পর জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব। আদালতে যাব।’ আপিল বোর্ড এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না জানিয়ে এ নায়ক আরও বলেন, ‘এটা আইনবহির্ভূত। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেনি যে প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে।’ এর আগে, আজকের এ আপিল বোর্ডের বৈঠকে যাবেন না বলে আগেই জানিয়েছিলেন জায়েদ খান। জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্যসমাপ্ত নির্বাচনের ‘সম্পাদক’ পদ নিয়ে ওঠা বিতর্ক সমাধানের লক্ষ্যেই আপিল বোর্ডের এ বৈঠক অনুষ্ঠিত হয়। যার মধ্যদিয়ে নিপুণের অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আপিল বোর্ডের সদস্য প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেন, নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান এবং নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। এতে উপস্থিত ছিলেন না দুই অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আপিল বোর্ডকে নির্দেশনা দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সর্বশেষ খবর