সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাংলাকে উন্নতিশীল রাখতে চাই নবচেতনা ও নবজাগরণ

আবুল কাসেম ফজলুল হক

বাংলাকে উন্নতিশীল রাখতে চাই নবচেতনা ও নবজাগরণ

রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এবং রাষ্ট্রভাষা বাংলাকে উন্নতিশীল রাখার জন্য দরকার নবচেতনা ও নবজাগরণ। এ কাজে প্রগতিকামী গবেষক-লেখক ও শিল্পী-সাহিত্যিকরা অগ্রযাত্রীর ভূমিকা পালন করতে পারেন।

ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার বাড়িয়ে চলতে হবে। তার জন্য যা কিছু করার দরকার, করতে হবে। সার্বিক জাতীয় উন্নতি সম্পর্কে সচেতন থেকে কাজ করতে হবে।

বিচারব্যবস্থার সর্বস্তরে বাংলা চালু করার জন্য প্রচার আন্দোলন চালাতে হবে। বিচারব্যবস্থার অভ্যন্তরে আছেন যাঁরা, এ কাজে তাঁরা অগ্রযাত্রীর ভূমিকা পালন করতে পারেন। সহযোগীর ভূমিকা সবাই পালন করতে পারেন। ব্যাংকের কাজে বাংলা প্রচলনের জন্য প্রচার আন্দোলন চালাতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণায় বাংলার ব্যবহার ক্রমবর্ধমান রাখতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে বাংলাদেশ ও বাংলা ভাষার অনুকূলে নবচেতনা সৃষ্টি করতে হবে।

বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও জাতীয় সংস্কৃতির উন্নয়নে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠানের কার্যকলাপের প্রতি প্রচারমাধ্যমের বিচারমূলক সক্রিয়তা দরকার। ১৯৭২ সালে বিলুপ্ত করা বাংলা উন্নয়ন বোর্ড, পরিবর্তিত বাস্তবতা বিচার করে নতুনভাবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলা ভাষার কার্যকারিতা বৃদ্ধির জন্য জাতীয় অনুবাদ সংস্থা প্রতিষ্ঠা করা দরকার। সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ‘বাংলাদেশ বিদ্যা বিভাগ’ (Department of Bangladesh Studies) নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করতে হবে। এতে বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান ও দর্শন অন্তর্ভুক্ত রাখতে হবে।

রাষ্ট্র হিসেবে বাংলাদেশের এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার উন্নয়নের বিবেচনা বাদ দিয়ে যে উন্নয়ন কার্যক্রম চালানো হয় তা খন্ডিত। যে উন্নতিশীল অবস্থায় আমরা উত্তীর্ণ হতে চাই তার জন্য দরকার নতুন রেনেসাঁস ও নতুন গণজাগরণ। নৈতিক সচেতনতা অপরিহার্য। আগেকার রেনেসাঁসের লক্ষ্য ছিল মধ্যযুগের গর্ভ থেকে আধুনিক যুগকে মুক্ত করা ও বিকশিত করে চলা। এখন নতুন রেনেসাঁসের লক্ষ্য হবে আধুনিক যুগের ভ্রান্তি ও অনাচার থেকে মুক্তি এবং সভ্যতা ও প্রগতির ধারায় এগিয়ে চলা। নতুন রেনেসাঁসের অভাবে দেখা দিয়েছে ইতিহাসের পশ্চাৎগতি। পুরনো সংস্কার-বিশ্বাস ও ধর্ম পুনরুজ্জীবিত হয়েছে। মৌলবাদবিরোধী আন্দোলন দিয়ে প্রতিকার হচ্ছে না। দরকার নতুন রেনেসাঁস ও নতুন গণজাগরণ। কেবল চিন্তা দিয়ে হবে না, কেবল কাজ দিয়েও হবে না, চিন্তা ও কাজ দুটিই লাগবে।

সর্বশেষ খবর