বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব.) বীরপ্রতীক বলেছেন, সার্চ কমিটি গঠনের মাধ্যমে সরকার তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জাতির জন্য এটি দুঃখজনক ও হতাশাজনক। নির্বাচন কমিশন গঠন প্রশ্নে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সম্পর্কে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় গতকাল তিনি এমন মন্তব্য করেন। জেনারেল ইবরাহিম বলেন, জাতির চাহিদা ও সংবিধানকে উপেক্ষা করে নিজস্ব চাহিদা মেটানোর প্রয়োজনে সরকার তড়িঘড়ি করে নিজেদের মনমত একটা (নির্বাচন কমিশন) আইন করেছে। সে আইনের অধীনে এই সার্চ কমিটি গঠনের মাধ্যমে আবারও আমাদের হতাশ করেছে। যেহেতু সরকার তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেজন্য এই সার্চ কমিটির ওপর জনগণের আস্থা নেই। কাল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, এখন যারা এই কমিটির দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি অনুরোধ- আপনাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। জাতি এখন এসব পদে অরাজনৈতিক যোগ্য ব্যক্তিবর্গকে দেখতে চায়। যাদের অধীনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে। সে সব ব্যক্তিকেই যেন নির্বাচন কমিশনার হিসেবে তালিকায় রাখা হয়। কোনোভাবেই যেন রাজনৈতিক কর্মীদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না দেওয়া হয়। এক্ষেত্রে দেশের মানুষের আস্থাহীনতার জায়গাটা মেরামত করা জরুরি। বর্তমান সার্চ কমিটি সেই প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।