শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন

প্রতিদিন ডেস্ক

মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন

ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সে দেশ থেকে সরে যেতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পরিস্থিতি ‘খুব দ্রুত খারাপ হতে পারে। মস্কো যদি ইউক্রেন আক্রমণ করে, তাহলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাতে পারব না।’ সূত্র : এনবিসি। বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমেরিকানদের এখনই চলে যাওয়া উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ  সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি। এটি একটি খুব ভিন্ন পরিস্থিতি এবং পরিস্থিতি শিগগিরই খারাপ হয়ে যেতে পারে।’ প্রয়োজনে আমেরিকানদের উদ্ধারে বাইডেন ইউক্রেনে সৈন্য পাঠাবেন কি না- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘সেই সম্ভাবনা নেই। কারণ আমেরিকা এবং রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলে তা হবে বিশ্বযুদ্ধ। আমরা আগের থেকে খুব আলাদা একটি পৃথিবীতে আছি।’ উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে নেওয়ার পর থেকে কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে উত্তেজনা চলছে। আট বছর পর ফের তা তুঙ্গে উঠেছে। সে সময় থেকেই ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়া সীমান্তের কাছে পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।

সর্বশেষ খবর