শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত হবে উন্নয়ন

-আলমগীর শামসুল আলামিন

ক্ষতিগ্রস্ত হবে উন্নয়ন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে আমরা সর্বদা সাধুবাদ জানিয়ে আসছি। সরকারও আবাসন খাতের নানা জটিলতা কমিয়ে বিভিন্ন সময় আমাদের  ব্যবসায় সহযোগিতা করছে। একসময় ভবন নির্মাণে আমাদের ১৪টি প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিতে হতো। তা তিনটি প্রতিষ্ঠানে নামিয়ে আনা হয়েছে। এতে হয়রানি অনেক কমে গেছে। এখন নতুন করে সিটি করপোরেশনকে ভবন অনুমোদনের দায়িত্ব দিলে আবারও জটিলতা বাড়বে। হয়রানির জায়গা তৈরি হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার দেশের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। রাজধানীকে উন্নত বিশ্বের আদলে সাজাচ্ছে। আমরাও সরকারের উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে সব সময় নিজেদের একাত্ম রাখার চেষ্টা করছি। মানুষের আবাসন চাহিদা পূরণের পাশাপাশি নগরকে পরিকল্পিতভাবে সাজাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আবাসন ব্যবসায়ীরা। কিন্তু ভবন অনুমোদন প্রক্রিয়ায় নতুন করে সিটি করপোরেশনকে যুক্ত করার সিদ্ধান্ত এ খাতে উদ্বেগ জন্ম দিয়েছে। রিহ্যাব সভাপতি বলেন, এত দিন ভবনের প্ল্যান পাস ও অনুমোদনের দায়িত্ব ছিল রাজউকের। এখন নতুন করে সিটি করপোরেশনকে সব স্থাপনার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। শুধু প্ল্যান পাসের দায়িত্বই নয়, একই সঙ্গে তদারকির দায়িত্বও দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে- এ খাতে ৫০ বছরের পুরনো রাজউকের যে অভিজ্ঞতা ও কারিগরি জনবল, তা কি সিটি করপোরেশনের আছে? আমার জানা মতে সিটি করপোরেশনের সে জনবল নেই। যদি না থাকে তাহলে এ ধরনের সিদ্ধান্ত এ মুহূর্তে নেওয়া বোধহয় ঠিক হবে না। এতে আমাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। জটিলতা বাড়বে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর