শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, মূল অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগ থেকে কলেজছাত্রীকে উঠিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, গণধর্ষণের শিকার তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে আটকে রাখা হয়। পরে তার ওপর অভিযুক্তরা নির্যাতন ও ধর্ষণ চালায়।

চার দিন টানা গণধর্ষণের পর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় ওই তরুণীকে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। পরে এক পথচারী ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। রাতেই এ ঘটনার প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে (২২) আটক করে র‌্যাব। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে র?্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকা থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনাটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৩ এর একটি দল পুরান ঢাকার চকবাজারে অভিযান পরিচালনা করে মনির হোসেন শুভকে আটক করে। ধর্ষণের শিকার তরুণীর কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় ওই তরুণী প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। এ সময় পথে লালবাগ কিল্লার মোড়ে শুভ ও আলামিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে তারা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। পরবর্তীতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যান। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই তরুণী ঢামেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। র‌্যাব কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শুভ জানিয়েছেন, তিনি বিবিএ শিক্ষার্থী। ওই তরুণীর সঙ্গে এক মাস আগে লালবাগের একটি বাসায় তার এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুভ প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার না করলেও গত চার দিনে ওই কলেজছাত্রীর সঙ্গে একাধিকবার দেখা হওয়ার কথা জানিয়েছেন। এক মাস আগে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হওয়ার পর থেকে কয়েকবার তাদের দেখা হয়। ধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রচারিত হলে শুভ পালানোর চেষ্টা করেন। জানা গেছে, র‌্যাব শুভকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার কথাও জানানো হয়েছে। এদিকে একই ঘটনায় আলামিন ওরফে বিল্লাল ও সবুজ নামে দুজনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

সর্বশেষ খবর