শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্ভব হয়েছে, শুধু তারাই শ্রেণিকক্ষের ক্লাসে উপস্থিত হবে। সশরীরে ক্লাসের  ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান দুই সপ্তাহ পর খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনই প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান শুরু করা হবে না। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। এর আগ পর্যন্ত অনলাইন ও ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নেবে এ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নেওয়ার ক্ষেত্রে নিজ নিজ ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ১২ বছর বয়সের নিচে যেসব শিক্ষার্থী আছে, তাদেরও টিকাদানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংক্রমণ যত নামতে থাকবে ততই ক্লাস বাড়বে। প্রতিদিন একটি শ্রেণির চারটি করে বিষয়ের পাঠদান চলবে। তবে পর্যায়ক্রমে সব বিষয় পড়ানো হবে। দীপু মনি বলেন, গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরুর পর সর্বশেষ যেভাবে শ্রেণি পাঠদান চলেছে, সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদান চলবে। মন্ত্রী বলেন, আমাদের চেষ্টা থাকবে সংক্রমণ যত কমবে, ক্লাসের সংখ্যা তত বাড়িয়ে দেব। আমরা যত দ্রুত পারি ক্লাসের সংখ্যা স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের রিকভারি প্ল্যান করা হয়েছে। প্রাথমিকে ক্লাস শুরুর পর এটি অনুযায়ী ক্লাস চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্র জানায়, শিগগিরই শ্রেণিকক্ষে ক্লাস পরিচালনা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হবে। এ নির্দেশিকা অনুযায়ী ক্লাস চলবে স্কুল-কলেজগুলোতে।

সর্বশেষ খবর