চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বেলা ১১টায় মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজের পর ঢাকায় দুই ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।
বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই ওয়ানডে খেলার মধ্যে নেই। সর্বশেষ টাইগাররা ওয়ানডে ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ গত জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে। খেলেছে টি-২০ বিশ্বকাপ। দীর্ঘদিন পর ওয়ানডেতে খেলতে নামলেও টাইগাররা সাদা বলের চর্চাতেই ছিল। দিন কয়েক আগেই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আফগানরা ওয়ানডে খেলার মধ্যেই ছিল। গত মাসে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছে। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। চট্টগ্রামে পূর্ণ প্রস্তুতি নিয়েই খেলতে নামবে দল দুটি। বাংলাদেশ-আফগানিস্তান শেষবার ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে ২০১৯ সালে। সাউদ্যাম্পটনে সেবার বাংলাদেশ ৬২ রানে হারিয়েছিল আফগানদের। সেই ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। দুই দল ওয়ানডেতে মোট ৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচবার জিতেছে বাংলাদেশ। তিনবার জিতেছে আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে আফগানরা শেষবার জিতেছে ২০১৮ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে। বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় আছেন চারজন। নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, ইবাদত হোসেন এবং ইয়াসির আলি। নতুন ও পুরনো মিলিয়ে দুর্দান্ত এক দল নিয়েই আজ মাঠে নামতে পারেন টাইগাররা।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে বর্তমানে বাংলাদেশ দুইয়ে অবস্থান করছে। ১২ ম্যাচ খেলে ৮ জয়ে টাইগারদের সংগ্রহ ৮০ পয়েন্ট। ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। আফগানিস্তান ৬ ম্যাচ খেলে সবকটি জিতে ৬০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। আফগানদের বিপক্ষে সিরিজ জিতলে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।