সংযুক্ত আরব আমিরাত যেতে যাত্রার ৬ ঘণ্টা আগে করোনাভাইরাসের আরটি-পিসিআর পরীক্ষার যে বাধ্যবাধকতা ছিল তা শিথিল করা হয়েছে। এখন যাত্রার আগের ৪৮ ঘণ্টার মধ্যে কভিড পরীক্ষার সনদ নিয়েই যাত্রীরা ফ্লাইট ধরতে পারবেন। ফলে বিমানবন্দরে গিয়ে কভিড পরীক্ষার জটিলতা আর থাকল না। গতকাল সকাল ১০টা থেকেই এ নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানিয়েছেন।
অন্যদিকে, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য এয়ারপোর্টের প্রটোকল সংশোধন করা হয়েছে। এতে দুবাইয়ে প্রবেশ করতে ৪৮ ঘণ্টা আগের র্যাপিড পিসিআর টেস্টের পাশাপাশি দুবাই এয়ারপোর্টে এসে টেস্ট করার কথা বলা হয়েছে। গত বছর করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের সময় সংযুক্ত আরব আমিরাত বিমান চলাচল বন্ধ করে দেয়। পরে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দেয় দেশটির সরকার। কিন্তু সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে র?্যাপিড পিসিআর টেস্টের সনদ নিতে হতো। তাতে যাত্রীদের ৮-১০ ঘণ্টা আগে বিমানবন্দরে হাজির হতে হতো। দীর্ঘ অপেক্ষার সময়টায় আশপাশের রেস্তোরাঁ আর দোকানের খাবার খেয়ে অনেকে পেটের পীড়াতেও আক্রান্ত হচ্ছিলেন বলে সে সময় খবর আসে। এখন কভিড পরীক্ষার সময়সীমা বাড়ায় যাত্রীরা বাইরে নির্ধারিত কিছু কেন্দ্রেও কভিড পরীক্ষা করাতে পারবেন। তাতে তাদের ভোগান্তি কমবে।