বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হামলার মামলা তুলে না নেওয়ায় ফের হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

মামলা তুলে না নেওয়ায় দেবিদ্বারে নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে; তার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে। সূত্র জানায়, বরকামতা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার মুকবল হোসেন নির্বাচনের আগে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় ওই হামলা চালানো হয়। মুকবল হোসেন মেম্বারের স্ত্রী মামলার বাদী ফাতেমা বেগম জানান, তার স্বামী গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হারুন এবং মেম্বার প্রার্থী হাসেমের পক্ষে কাজ না করায় এ হামলা চালানো হয়েছে। এ জন্য আমরা ২৩ জানুয়ারি মো. হারুন-অর-রশিদ, আবুল হাসেম মেম্বারসহ আটজন নামের এবং অজ্ঞাত ১০ জনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় মামলা করেছি।

ফাতেমা বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদ ও ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী আবুল হাসেম মেম্বার ২০/২৫ জন সমর্থক নিয়ে মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে হামলা, মারধর ও ভাঙচুর চালায়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, সহিংসতার খবর পেয়ে তিনি ব্যবস্থা নেন। বুড়িচং থানা পুলিশকে খবর দিলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর