শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সরকারের লবিস্ট নিয়োগ, মাসে খরচ ১৮ লাখ টাকা

কূটনৈতিক প্রতিবেদক

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠান নেলসন মুলিনসকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। এ খাতে প্রতি মাসে সরকারের খরচ পড়বে ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা)। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসন একটি বড় ব্যাপার। সরকারের সঙ্গে সরকারের সম্পর্ককে আরও মজবুত করার জন্যই নেলসন মুলিনস নামের একটি সংস্থাকে লবিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লবিস্ট সংস্থা নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, আমাদের দেশের অনেক ইতিবাচক দিক রয়েছে। আমাদের অর্জনও রয়েছে অনেক। এ সংস্থাটি আমাদের দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে। এ ছাড়াও আমাদের দেশের বিরুদ্ধে বিদেশ থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা আমাদের পক্ষে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এ সংস্থাটি তাদের চিহ্নিত করে আমাদের কাছে প্রতিবেদন পেশ করবে। র‌্যাব ও এ সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে কিংবা মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ মোকাবিলা করতেই কি সরকার এ লবিস্ট সংস্থাকে নিয়োগ দিয়েছে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের ওপর কোনো চাপ নেই। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র ও আমাদের মাঝে সম্পর্ক আরও গভীর হবে। আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সফর আরও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর