শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুই সপ্তাহের কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য পৌঁছানোর দাবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী ও সমমনা বিভিন্ন সংগঠন একই দাবি নিয়ে পৃথক কর্মসূচি বাস্তবায়ন করবে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সারা দেশে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ এবং গ্রাম, ওয়ার্ড ও হাট-বাজারে ‘হাট সমাবেশ’ করা হবে।

গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণাকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করেন ফখরুল। তিনি বলেন, সরকারি সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে সমাবেশ, ২ মার্চ জেলা পর্যায়ে সমাবেশ, ৫ মার্চ উপজেলা পর্যায়ে সমাবেশ, ৬ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দল এবং ১৫ মার্চ তাঁতী দল একই দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। এ ছাড়া আগামী ১২ মার্চ সারা দেশের ইউনিয়ন পর্যায়ে গ্রাম, ওয়ার্ড ও হাট-বাজারে ‘হাট সমাবেশ’ করবে বিএনপি। এ সময় জনগণের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর