বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা
২ হাজার কোটি টাকা পাচার

ফরিদপুর জেলে খন্দকার বাবর

ফরিদপুর প্রতিনিধি

২ হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর ফরিদপুর কারাগারে রয়েছেন। মঙ্গলবার বিকালে আদালতে তোলার পর তাকে কারাগারে  প্রেরণের নির্দেশ দেয় আদালত। ফলে ফরিদপুর কারাগারেই রয়েছেন সাবেক এ উপজেলা চেয়ারম্যান। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, অর্থ পাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় মোহতেশাম হোসেন বাবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলা ছাড়া অন্য কোনো মামলা না থাকায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড চায়নি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, যেহেতু তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই তাই তাকে অন্য কোনো মামলায় আটক দেখানো হয়নি। খন্দকার মোহতেশাম হোসেন বাবরের গ্রেফতারের বিষয়টি ঢাকার সিআইডিকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। তিনি বলেন, পুলিশের হাতে গ্রেফতারের পর তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ২ হাজার কোটি টাকা পাচার মামলায় চার্জশিটভুক্ত ১০ আসামির মধ্যে অন্যতম হচ্ছেন খন্দকার মোহতেশাম হোসেন বাবর। দীর্ঘদিন তিনি আত্মগোপনে থাকার পর সোমবার দিবাগত রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়। অর্থ পাচার মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ও ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, আসিবুর রহমান ফারহান, কামরুল হাসান ডেবিট, মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম। এদের মধ্যে মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম পলাতক। বাকিদের মধ্যে ছয়জন কারাগারে এবং দুজন জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর