বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

যুদ্ধ নিয়ে খোলা চিঠি ফার্স্ট লেডির

প্রতিদিন ডেস্ক

যুদ্ধ নিয়ে খোলা চিঠি ফার্স্ট লেডির

নিজ দেশে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিশ্ব মিডিয়ায় আবেগী খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্ক। মঙ্গলবার লেখা এই চিঠিতে ইউক্রেনীয় শিশুসহ বেসামরিকদের ওপর ক্রেমলিন ব্যাপক হত্যাকান্ড চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। সূত্র: এএফপি। খোলা চিঠিতে জেলেনস্ক বলেন, ‘ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাবে- এটা বিশ্বাস করা অসম্ভব ছিল। ২৪  ফেব্রুয়ারি আমরা সবাই রুশ আগ্রাসনের ঘোষণাতে জেগে উঠলাম। ট্যাংক ইউক্রেনীয় সীমানায় ঢুকে পড়লো, প্লেন আমাদের আকাশে ঢুকলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক আমাদের শহরগুলো ঘিরে ফেললো।’ রুশ আগ্রাসনে নিহত কয়েক শিশুর নাম উল্লেখ করে শিশু হতাহতের ঘটনাকে ‘সম্ভবত সবচেয়ে ভয়াবহ এবং বিপর্যয়কর’ ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। ওলেনা জেলেনস্ক লেখেন, ‘আট বছরের অ্যালিস, ওখতিরখা শহরের রাস্তায় মারা যায়। যদিও তার দাদা তাকে রক্ষার চেষ্টা করেছিল। কিয়েভে বোমা বর্ষণে বাবা-মায়ের সঙ্গে নিহত হয় পোলিনা।’ তিনি আরও লিখেছেন, ‘এই যুদ্ধ আমাদের বেসামরিক জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর তা কেবল বোমাবর্ষণে নয়। আমাদের সড়কে শরণার্থীর বন্যা।

সর্বশেষ খবর