বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ঢাকার তিন রুটে নামবে ২২৫ বাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা নগর পরিবহনে নতুন তিনটি রুটে আরও ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। কবে নাগাদ এসব বাস রাস্তায় নামবে, তা ঠিক না হলেও আগামী ৯০ দিনের মধ্যে প্রস্তুতিমূলক সব কাজ শেষ করা হবে বলে জানিয়েছে কমিটি।

এর আগে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত বছরের ২৬ ডিসেম্বর চালু হয় ‘ঢাকা নগর পরিবহন’। ৫০টি   বাস দিয়ে এ উদ্যোগের যাত্রা  হয়।

ঘাটারচর থেকে কাঁচপুর রুটে এই পরিবহন চালু হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে পুরো নগরীকে এই সেবার আওতায় আনা হবে।

সর্বশেষ খবর