বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভারতে পাচার ২৩ কিশোর-কিশোরী দেশে ফিরল

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচার হওয়া ২৩ কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ গত সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশে ২১ জনকে হস্তান্তর করে। এ সময় কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলাবিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, ‘দেশে ফেরত আসা কিশোর-কিশোরীরা বিভিন্ন সময় ভারতে গিয়ে কেউ হারিয়ে যায়, কেউ পুলিশে আটক হয়ে আদালতের মাধ্যমে সে দেশের সেফহোমে থাকে।’ শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, ‘এদের কেউ কেউ পাচারের শিকার, বাকিরা সে দেশে অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশের হাতে আটক হয়। বাংলাদেশ উপহাইকমিশন কলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সেফহোমে অবস্থানরত এসব নারী ও শিশুর নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।’ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ‘ফেরত আসা এসব শিশু-কিশোরের পুনর্বাসনেও কাজ করা হবে। অভিভাবকরাও প্রয়োজনে তাদের বাড়ি নিয়ে যেতে পারবেন।’

সর্বশেষ খবর