বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারের তালিকা ত্রুটিপূর্ণ

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমারের তালিকা ত্রুটিপূর্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রথমে মিয়ানমার বলেছিল ১১ হাজার নেবে। তারপরে কমিয়ে কমিয়ে সাত শর একটি তালিকা দিয়েছে। কিন্তু সেই তালিকাও ত্রুটিপূর্ণ। যাচাই-বাছাই করে আমরা দেখেছি তালিকায় বাবার নাম আছে কিন্তু পরিবারের অন্য সদস্যদের নাম নেই। এ ছাড়া তালিকায় যতজন আছে তাদের পরিবারগুলোকে ভাগ ভাগ করে ফেলেছে। এই বিচ্ছিন্ন করে ফেলার ফলে ওই পরিবারের লোকেরা যাবে বলে মনে হয় না। আমরা জোর করে কাউকে পাঠাব না। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার এমনভাবে তালিকাটি তৈরি করেছে যে, মনে হয় সদিচ্ছার অভাব আছে, দুরভিসন্ধি আছে। তালিকাটি এত শুভঙ্করের ফাঁকি যে মনে হয় এরা যাতে না যায় সেজন্য করা হয়েছে। আমরা তাদের বলেছি পরিবার ভেঙে ফেলা যাবে না। গ্রামকে ভেঙে ফেলা যাবে না। যে যে গ্রামের অধিবাসী তাদের সেখানে নিয়ে যান। এ ছাড়া পুরো পরিবার না গেলে কেউ যেতে চাইবে না বলে তিনি জানান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে গণহত্যা হিসেবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘোষণার ফলে আমাদের অবস্থান আরও শক্ত হয়েছে। ফলে গাম্বিয়া ওআইসির পক্ষ থেকে যে মামলাটি পরিচালনা করছে সেটি আরও শক্তিশালী হতে পারে। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হবে যদি বড় শক্তিগুলো চাপ দেয়। আমার বিশ্বাস তারা মিয়ানমারের ওপর এখন আরও বেশি চাপ প্রয়োগ করবে। ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ মহাপরিচালক পর্যায়ে কয়েকবার আলাপ হয়েছে, সেটি চীনের উদ্যোগে হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর